Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

ময়মনসিংহ সার্কেল এর ইতিহাসঃ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ সার্কেল অফিস ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর এবং জামালপুর এই চারটি জেলা নিয়ে ময়মনসিংহ সার্কেল। বর্তমানে সার্কেল প্রধান প্রকৌশলী জনাব মোঃ নজরুল হাকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কার্যালয়টি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র বাতিরকল সংলগ্ন টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসে অবস্থিত একটি পাঁচতলা দৃষ্টিনন্দন ভবনে। ময়মনসিংহ বিভাগের আওতাধীন চারটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ, প্রয়োজনীয় মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহ কাজের জন্য ইইডি জেলা অফিস সমূহকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য এই সার্কেল অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ময়মনসিংহ সার্কেল এর কার্যাবলীঃ

  • নির্বাহী প্রকৌশলীর অফিস হতে আগত প্রাক্কলন নিরীক্ষান্তে প্রধান কার্যালয়ে আর্থিক অনুমোদন চাওয়া হয়। প্রধান কার্যালয় হতে আর্থিক অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে প্রাক্কলন অনুমোদন।
  • নির্বাহী প্রকৌশলীর অফিস হতে e-GP তে আগত APP নিরীক্ষান্তে প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ।
  • নির্বাহী প্রকৌশলীর অফিস হতে e-GP তে আগত দরপত্র Reviewer হিসেবে নিরীক্ষান্তে প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ।
  • নির্বাহী প্রকৌশলীর অফিস হতে আগত সংশোধিত প্রাক্কলন নিরীক্ষান্তে অনুমোদন করা হয়। সংশোধিত প্রাক্কলন দরপত্র মূল্যের চাইতে বেশী হলে নিরীক্ষান্তে প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়।
  • নির্বাহী প্রকৌশলীর অফিস হতে আগত বিভিন্ন কাজের সময় বর্ধনের আবেদন নিরীক্ষান্তে অনুমোদন করা হয়।
  • মাঠ পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কাজের অভিযোগ গ্রহণ ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
  • নির্বাহী প্রকৌশলীগণের বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রতিস্বাক্ষরের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাখিল।
  • সহকারী প্রকৌশলীগণের বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রতিস্বাক্ষর করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।
  • মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন প্রকার ছুটি, পি.আর.এল ও পেনশন মঞ্জুর করা হয়।